• খেলাধুলা

    দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার আমিন হারুন

      প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৪ , ৯:৪৫:১৮ প্রিন্ট সংস্করণ

    ক্রীড়া ডেস্ক:দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির পরিচালনা পর্ষদে দীর্ঘদিন শূন্য পদে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে পরিচালক ও উপ কমিটির সদস্য থেকে বীর মুক্তিযোদ্ধা সন্তান মোঃ দেলোয়ার আমিন হারুন কে সকলের সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়।

    তাকে আগামী ২০২৪-২৫ সালের মার্চ পর্যন্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

    ৩৯ নং ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী হালিশহর একাদশ ক্লাব পরিচালিত দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির জরুরী সভায় কার্যনির্বাহী কমিটিএবং উপ কমিটির সদস্য – পরিচালক মন্ডলীর সকলের চূড়ান্ত সিদ্ধান্ত মোতাবেক একাডেমির সিনিয়র সহ-সভাপতি মোঃ দেলোয়ার আমিন হারুন কে বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

    গত শনিবার বিকেলে সিডিএ বালুর মাঠে টিম ম্যানেজার ও জেনারেল সেক্রেটারি-পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলার সভাপতিত্বে জরুরী সভায় আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা কোচ মোঃ আলাউদ্দিন, পরিচালক সদস্য মোঃ খলিলুর রহমান হাওলাদার,মাঠ সমন্বয়কারী মোঃ আমির খন্দকার, অভিভাবক সদস্য মোঃ খোরশেদ আলম, পরিচালক সদস্য মোঃ ইকবাল হোসেন, নির্বাহী সদস্য মোঃ রাহাত হাসান, মোঃ রাকিব , ওয়াহিদ সহ একাডেমির সদস্য ও ফুটবলার গণ ।

    এছাড়াও আসন্ন অনুর্ধ্ব-১৩ সিডিএফ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহণ করতে ১১ সদস্যর উপ-কমিটি গঠন করা হয়েছে।

    এতে সহকারী কোচ মোঃ মামুন, টেকনিক্যাল কোচ মোঃ আসলাম, টিম ট্রেইনার-ওমর ফারুক ,সিনিয়র সহ-সভাপতি মোঃ আখতার হোসেন, সহ-সভাপতি মোঃ ইকবাল হোসেন, শিক্ষক খবির উদ্দিন আহমদ,টিম ম্যানেজার মুঃ বাবুল হোসেন বাবলা, সহকারী ম্যানেজার -আনিসুর রহমান, টিম কর্মকর্তা আঃ রহিম, সদস্য সাবেক ফুটবলার মোঃ আব্দুল খালেক, সংগঠক শামসুল আলম ও মোঃ নাহিয়ান কে‌ সদস্য মনোনীত করা হয়।

    ইতিমধ্যে উপদেষ্টা কোচ ও সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন ও সহকারী কোচ মোঃ মামুন এর তত্ত্বাবধানে অনুশীলন শুরু করেছে ঐতিহ্যবাহী হালিশহরের টিম।

    আরও খবর 16

    Sponsered content