• বিনোদন

    কথায় ও গানে পণ্ডিত নির্মলেন্দু চৌধুরীকে স্মরণ

      প্রতিনিধি ২০ নভেম্বর ২০২৪ , ১০:১৬:১১ প্রিন্ট সংস্করণ

    অরুন নাথ : উপমহাদেশের সঙ্গীতজ্ঞ আর্য সঙ্গীত সমিতির উপাধ্যক্ষ পণ্ডিত নির্মলেন্দু চৌধুরী ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রহমতগঞ্জ অস্থায়ী কার্যালয়ে সঙ্গীতজ্ঞ পণ্ডিত নির্মলেন্দু চৌধুরী স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত ১৩ নভেম্বর সন্ধ্যায় স্মরণ অনুষ্ঠানে উৎপল দে এর সঞ্চালনায় শিল্পী সুব্রত দাশ অনুজের সভাপতিত্বে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন পরিষদের উপদেষ্ঠা শঙ্কর চৌধুরী ও সমীর মজুমদার।

    স্বাগত বক্তব্য রাখেন শিল্পী পি কে দাশ। পণ্ডিতজীর আত্মার শান্তি কামনা ১ মিনিট নিরবতা পালন করেন।

    এর পর পণ্ডিত নির্মলেন্দু চৌধুরীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

    স্মরণ অনুষ্ঠানে স্মৃতি চারণ করেন শিল্পী গৌরী চৌধুরী, শিল্পী নন্দী,শিমুল দাশ,সুশান্ত চক্রবর্তী,অরুন নাথ,শিমুল তালুকদার।

    দোলন চক্রবর্তী বলেন, পণ্ডিতজী লেখা গুলো সংরক্ষণ করার জন্য বই আকারে বের করলে নতুন প্রজন্ম অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে।

    সাংবাদিক ও সংস্কৃতি কর্মী অরুন নাথ বলেন, সংগীত এর উপর যার ধ্যান জ্ঞান আমৃত্যু সংগীত নিয়ে কাজ করেছেন। সংগীতের বিভিন্ন ক্ষেত্রে অসংখ্য অবদান দেশ-বিদেশে বহু সংগীতশিল্পী তৈরি করে গেছেন ।এরকম গুণীদের রাষ্ট্রীয় ভাবে মূল্যায়ন করে সংস্কৃতির উপর রাষ্ট্রীয় পদকে ভূষিত করার জন্য সরকারের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, গুণীর কদর না করলে গুনী জন্মাবে না।

    সভাপতির বক্তব্যে শিল্পী সুব্রত দাশ অনুজ বলেন, পণ্ডিতজীর লেখা পাণ্ডুলিপি সংগ্রহ চলছে সকলের সহযোগিতা পেলে বই বের করবো। পণ্ডিতজীর লেখা একটি টুমরী পরিবেশন করেন শিল্পী শ্রাবন্তী ধর, মালকোষ রাগে খেয়াল পরিবেশন করেন শিল্পী প্রমা অবন্তী।

    সবশেষে কোথায় আছো গুরুদেব গানটি সম্মেলিত ভাবে পরিবেশনের মধ্যদিয়ে সম্পাপ্তি ঘটে। এতে পন্ডিতজীর ছাত্র- ছাত্রীদের গঠিত পণ্ডিত নির্মলেন্দু চৌধুরী স্মৃতি পরিষদ সুশৃঙ্খল প্রাণবন্ত অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানিয়ে উপস্থিত সবাই বিদায় নেন।

    আরও খবর 20

    Sponsered content