• আন্তর্জাতিক

    আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন আবুধাবি শাখার কাউন্সিল সম্পন্ন

      প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২৪ , ১০:২০:৩৬ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক :: আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন আবুধাবি শাখার ২১তম কাউন্সিল অধিবেশন গতকাল বাদে মাগরিব হতে মদিনা যায়েদস্থ মারকাজে আহলে সুন্নাত মিলনায়তনে সংগঠনের সভাপতি মুহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসমাইল হোসাইনের সঞ্চালনায় সম্পন্ন হয়।

    আবু জাবেরের কোরআন তোলাওয়াত এরশাদুজ্জামান ও ফোরকান ক্বাদেরীর নাতে রাসুল (সা.) পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন আবুধাবি কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আবুল হাশেম।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন আঞ্জুমানে আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশন ইউএই কেন্দ্রীয় পরিষদের সভাপতি আলহাজ্ব আ ন ম বদরুদ্দীন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মাওলানা মুহাম্মদ তৈয়্যব সিরাজী, মুহাম্মদ ইস্কান্দর মির্জা। প্রধান বক্তার বক্তব্য রাখেন আঞ্জুমানে খোদ্দামুল মুসলেমীন ইউএই কেন্দ্রীয় পরিষদের মহাসচিব মুহাম্মদ নাসির উদ্দীন শিকদার।

    বিগত সেশনের অডিট পাঠ করেন কেন্দ্রীয় প্রতিনিধি মাওলানা মুহাম্মদ এনামুল হক। প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসমাইল হোসাইন।
    বক্তব্য রাখেন দিদারুল আলম, ইকবাল হোসেন, স.ম.হারুন, আব্দুল্লাহ্ আল রাসেল, মুহাম্মদ শাহাজাহান, মুহাম্মদ মুছা, কে. এম পাভেল তালুকদার, হারুন বাদশা, মুহাম্মদ হোসেন মাছুম, তসলিম উদ্দীন মিয়াজী।

    ২য় অধিবেশনে আলহাজ্ব মুহাম্মদ শাহাজাহান-কে সভাপতি, আব্দুল্লাহ্ আল রাসেল, শওকত আলী, হামিদুল ইসলাম, হাছান মনছুর-কে সহ সভাপতি, ইসমাইল হোসাইন-কে সাধারণ সম্পাদক, হারুন বাদশা-কে সহ সাধারণ সম্পাদক, মুহাম্মদ হোসেন মাছুম-কে সাংগঠনিক সম্পাদক, মাহাবুব আলম-কে সহ সাংগঠনিক সম্পাদক, আবু জাবের-কে অর্থ সম্পাদক, রেজাউল করিম-কে সহ -অর্থ সম্পাদক, সাইফুল ইসলামকে প্রচার সম্পাদক, কে. এম.পাভেল তালুকদারকে প্রকাশনা সম্পাদক, তসলিম উদ্দিন মিয়াজীকে দপ্তর সম্পাদক, ফজলুল বারী রাসেলকে সমাজকল্যাণ সম্পাদক, নেজাম উদ্দীন কে আন্তর্জাতিক সম্পাদক,কাজী মুহাম্মদ রাসেলকেকে সহ আন্তর্জাতিক সম্পাদক করে ৫১ জন সদস্য বিশিষ্ট (২০২৪- ২০২৫) সেশনের জন্য একটি শক্তিশালী কার্যকরী পরিষদ গঠন করা হয়। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

    0Shares

    আরও খবর 15

    Sponsered content