• অর্থনীতি

    চট্টগ্রাম চেম্বারে প্রশাসক নিয়োগ

      প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৪ , ৩:০৭:২৬ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বারে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশাকে।




    সোমবার (৯ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন বিভাগের মহাপরিচালক ড. নাজনীন কাউসার চৌধুরীর সই করা আদেশে এ নিয়োগ দেওয়া হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন চেম্বার সচিব মোহাম্মদ ফারুক।




    বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা অনুযায়ী প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে আদেশে ১২০ দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে।

    সম্প্রতি বিক্ষুব্ধ ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে চেম্বারের ২৪ জন পরিচালকই পদত্যাগ করলে চেম্বার সভাপতি প্রশাসক নিয়োগের অনুরোধ জানান।

    0Shares

    আরও খবর 13

    Sponsered content