• কক্সবাজার

    কুতুবদিয়ায় ঝড়ের কবলে পড়ে মালবাহী ট্রলার ডুবে গেছে

      প্রতিনিধি ২০ আগস্ট ২০২৪ , ৪:৩৪:৫৪ প্রিন্ট সংস্করণ

    মহি উদ্দিন কুতুবী: সাগ‌রে লঘুচা‌পের প্রভা‌বে বৃ‌ষ্টি আর ঝ‌ড়ের কব‌লে প‌ড়ে কক্সবাজারের কুতুব‌দিয়ার এক‌টি মালবা‌হী ট্রলার ডু‌বে গে‌ছে।

    সোমবার (১৯ আগস্ট) সকা‌লে বাঁশখালী উপকূ‌লে চায়না কয়লা বিদ্যুৎ এর পা‌শে ট্রলার‌টি দুর্ঘটনার কব‌লে প‌ড়ে। এসময় ট্রলা‌রে থাকা ৮ মা‌ঝি-মাল্লার ম‌ধ্যে ৭ জন উদ্ধার হ‌লেও একজন নি‌খোঁজ র‌য়ে‌ছে।




    বড়ঘোপ বাজা‌রের আবুল খা‌য়ের ট্যো‌বাকো কোম্পানির ডি‌স্ট্রিবিউটার না‌ছির উ‌দ্দিন জানান, উপ‌জেলা সদর বড়‌ঘোপ বাজা‌রের বি‌শিষ্ট ব্যবসা‌য়ী আ‌জিজুল হক (আজু সওদাগর) এর মালবা‌হী ট্রলারটি সোমবার ভোর রা‌তে চট্টগ্রাম থে‌কে বাজা‌রের ব্যবসা‌য়ীদের প্রায় কো‌টি টাকার মালামাল নি‌য়ে রওয়ানা দেয়।

    ট্রলার‌টি চায়না কয়লা বিদ্যুৎ সংলগ্ন উপকূ‌লে পৌ‌ছাঁলে সকাল ৬টার দিকে বৈ‌রি আবহাওয়া ও ঝ‌ড়ে ডু‌বে যায়। এসময় ট্রলা‌রে ৮ জন মা‌ঝি মাল্লার ম‌ধ্যে ৭ জন‌কে অন্য বো‌টের সহায়তায় উদ্ধার করা সম্ভব হ‌লেও একজন শ্রমিক নি‌খোঁজ র‌য়ে‌ছে।




    তি‌নি আ‌রো ব‌লেন, ট্রলা‌রে তার ১০ লাখ ১১ হাজার টাকার‌ সিগা‌রেট, ট্রলার মা‌লি‌কের ১৪০ ব্যারেল ডি‌জেলসহ বাজা‌রের অ‌ধিকাংশ ব্যবসা‌য়ীদের মালামাল ছিল। টহলরত নৌবা‌হিনী, কোস্টগার্ড সদস্যরা ডুবন্ত ট্রলার ও নি‌খোঁজ শ্রমিক‌কে উদ্ধা‌রের চেষ্টা কর‌ছেন ব‌লে ট্রলা‌রের মা‌লিকপক্ষ জা‌নি‌য়ে‌ছে।




    আরও খবর 30

    Sponsered content