• খেলাধুলা

    কোয়ার্টার ফাইনালেও পর্তুগাল দলে রোনালদোর জায়গা নেই

      প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২২ , ৯:৩৬:১৮ প্রিন্ট সংস্করণ

    0Shares

    খেলাধুলা ডেস্ক: শেষ ষোলোর ম্যাচে কোচ ফার্নান্দো সান্তোস ক্রিশ্চিয়ানো রোনালদোকে রাখেননি একাদশে। তার বদলে দলে এনেছিলেন যাকে, সেই গনসালো রামোস করে বসেছিলেন হ্যাটট্রিক।

    আজ শেষ আটের লড়াইয়ে মরক্কোর মুখোমুখি পর্তুগাল। ২০০৬ সালের পর আবারও শেষ চারে জায়গা করে নেওয়ার লড়াইয়ে সেই গনসালো রামোসের ওপরই ভরসা রেখেছেন পর্তুগিজ কোচ।



    তাতে আরও একবার কপাল পুড়েছে রোনালদোর। টানা দ্বিতীয় ম্যাচে পর্তুগিজ মহাতারকার জায়গা হয়েছে বেঞ্চে। রামোসের সঙ্গে পর্তুগালের আক্রমণভাগের অন্য দুই খেলোয়াড় হলেন ব্রুনো ফের্নান্দেস ও জাও ফেলিক্স।

    সুইজারল্যান্ডের বিপক্ষে ৬-১ গোলে জেতা ম্যাচ থেকে এই ম্যাচে পরিবর্তন আছে একটি। সেই ম্যাচে মাঝমাঠে বার্নার্ডো সিলভা আর রুবেন নেভেসের সঙ্গে খেলেছিলেন উইলিয়াম কারভালিও। আজ তার জায়গায় পর্তুগিজ কোচ সান্তোস দলে এনেছেন আরও আক্রমণাত্মক মিডফিল্ডার অটাভিওকে।



    পর্তুগাল একাদশ-
    ডিয়োগো কস্তা;
    ডিয়োগো ডালো, পেপে, রুবেন ডিয়াজ, রাফায়েল গেরেরো;
    অটাভিও, রুবেন নেভেস, বার্নার্ডো সিলভা;
    ব্রুনো ফের্নান্দেস, গনসালো রামোস, জাও ফেলিক্স



    0Shares

    আরও খবর 16

    Sponsered content