• মহানগর

    বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে সিডিএ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

      প্রতিনিধি ১২ জুলাই ২০২৪ , ১০:১৮:৩৫ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ’র (সিডিএ) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ।

    শুক্রবার (১২ জুলাই) সকাল ১০টায় চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু তে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।




    এসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ও সিডিএ’র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছের সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। আলোচনা শেষে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ ব্যাংকের যেকোনো প্রয়োজনে তারা একে অপরকে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।




    সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সহ বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।




    0Shares

    আরও খবর 25

    Sponsered content