• মহানগর

    চট্টগ্রামে বিজ্ঞ আদালতে সেমিনার কক্ষে “মামলার তদন্তে ত্রুটি-বিচ্যুতি এবং ন্যায়বিচার নিশ্চিত এর প্রভাব” শীর্ষক সেমিনার সম্পন্ন

      প্রতিনিধি ২৭ জুন ২০২৪ , ১০:১৪:৪৭ প্রিন্ট সংস্করণ

    হোসেন বাবলা: মঙ্গলবার ২৬ জুন বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর কনফারেন্স রুমে “তদন্তে ত্রুটি-বিচ্যুতি এবং মামলার দ্রুত নিষ্পত্তি ও ন্যায়বিচার নিশ্চিত এর প্রভাব” শীর্ষক সেমিনার সম্পন্ন হয়েছে।

    সেমিনারে সভাপতি হিসেবে উপস্থিত থেকে মূল বিষয় ও মূল প্রবন্ধ নিয়ে আলোচনা করেন চট্টগ্রাম জেলার বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মোঃ রবিউল আলম।
    এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি পুলিশের উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন),এ, এ, এম হুমায়ুন কবীর, পিপিএম।




    উক্ত সেমিনারে আরো উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত চীফ মেট্রেপলিটন ম্যাজিস্ট্রেসহ অন্যান্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণ এবং সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন)।

    সেমিনারে সিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগের তদন্তকারী কর্মকর্তাগণসহ অন্যান্য সংস্থার তদন্তকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




    সেমিনারে বিজ্ঞ চীফ মেট্রেপলিটন ম্যাজিস্ট্রেট তদন্ত কার্যক্রমের ত্রুটি-বিচ্যুতি তুলে ধরেন এবং এর প্রতিকার নিয়ে আলোচনা করেন। এছাড়াও তিনি সাক্ষ্য আইন, পেনাল কোড, ফৌজদারী কার্যবিধির ধারা এবং পিআরবি-এর গুরুত্বপূর্ণ বিভিন্ন বিধি নিয়ে আলোচনা ও ব্যাখ্যা বিশ্লেষণ করে উল্লেখিত মামলার তদন্তে ত্রুটি-বিচ্যুতি এবং তা দ্রুত নিষ্পত্তি ও ন্যায়বিচার নিশ্চিতে জনগণের পূর্ণ আস্থা অর্জনের জোর চেষ্টা করার আহ্বান জানিয়েছেন।




    সেমিনারে সিএমপির উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) তদন্তকারী কর্মকর্তাদের মামলা নির্ভুলভাবে দ্রুত নিষ্পত্তি ও ন্যায়বিচার নিশ্চিতে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।




    আরও খবর 25

    Sponsered content