• খেলাধুলা

    মেসিকে এবার ৫ হাজার কোটি টাকা দেওয়ার প্রস্তাব সৌদি ক্লাবের

      প্রতিনিধি ১৯ মে ২০২৩ , ১০:০৪:৪৭ প্রিন্ট সংস্করণ

    খেলাধুলা ডেস্ক: লিওনেল মেসি প্যারিস সেইন্ট জার্মেইঁ ছেড়ে যাবেন, এটা এখন অনেকটাই নিশ্চিত। বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে ফরাসি ক্লাবটিতে আসেন তিনি।

    এরপর থেকে তার সঙ্গে খুব একটা আনন্দের সময় কাটছে না পিএসজির। সম্প্রতি ক্লাবের সঙ্গে তার খারাপ সম্পর্ক বাইরে বেরিয়ে আসে।




    সৌদি আরবে ঘুরতে যাওয়ায় মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করে ক্লাব, পরে অবশ্য ক্ষমা চাওয়ার পর কমিয়ে আনা হয় সেটি। মেসির নতুন গন্তব্য কোথায় হবে, এ নিয়েও জল্পনা-কল্পনার শেষ নেই। কয়েকদিন আগে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা আনুষ্ঠানিকভাবেই জানিয়েছেন, আর্জেন্টাইন তারকাকে ফেরাতে চান তারা।




    বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মেসিও বার্সায় ফিরতে আগ্রহী। যদিও ক্লাবের অর্থনৈতিক দুর্দশার কারণে স্পেন ছাড়তে হয়েছিল মেসিকে, সেটি এখনও পুরোপুরি সমাধান হয়নি। লা লিগার সবুজ সংকেত না পেলে মেসির সঙ্গে আলাপও এগিয়ে নিতে পারছে না বার্সা।




    এর মধ্যেই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারের জন্য একের পর এক প্রস্তাব নিয়ে হাজির হচ্ছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। কয়েক দফা বাড়িয়ে এখন নাকি মেসির জন্য বছরে বেতন হিসেবে তাদের প্রস্তাব ৫০০ মিলিয়ন ইউরো। টাকার অঙ্কে যেটি পাঁচ হাজার কোটিরও বেশি। সম্প্রতি দেওয়া এই নতুন প্রস্তাবের কথা জানিয়েছে স্প্যানিশ রেডিও নেটওয়ার্ক কাদেনা সার।




    গত জানুয়ারিতে সৌদি আরবের ক্লাব আল নাসের ঠিকানা হয়েছে মেসির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদোর। এবার মেসিকে টানতে চাইছে আল নাসেরের প্রতিদ্বন্দ্বী আল হিলাল। এতে আবারও গত এক যুগের সেরা মেসি-রোনালদো দ্বৈরথ ফিরিয়ে আনতে চাইছে তারা। মেসিকে দলে নিতে অবশ্য কোনো টাকা দিতে হবে না পিএসজিকে, কারণ এ মৌসুম শেষেই ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে তার।




    আরও খবর 16

    Sponsered content