প্রতিনিধি ১০ জুন ২০২৪ , ১০:৩৪:৪৭ প্রিন্ট সংস্করণ
চট্টবাণী: আনন্দ উদ্দীপনা ও বর্ণিল আয়োজনে চট্টগ্রামের আল হাসানাইনের বার্ষিক সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১০ জুন ২০২৪ (সোমবার) অনুষ্ঠিত হয়েছে।
এই বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলো প্রতিষ্ঠানের সদ্য কুরআন হিফয সম্পন্ন করা হাফিজবৃন্দ। উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ছাত্ররা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছে যার মধ্যে ছিল কুরআন তিলাওয়াত, নাশিদ, কবিতা আবৃত্তি, আরবি খুতবা ও ড্রামা, যা ছিল চোখে পড়ার মতো।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পর ছাত্রদের মাঝে বার্ষিক পরীক্ষার রেজাল্ট এবং সারা বছর জুড়ে তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে “বেস্ট প্রমিজিং অ্যাওয়ার্ড” ক্রেস্ট প্রদান করা হয়।
পরিশেষে সম্মানিত প্রিন্সিপাল ছাত্রদের জন্য বিশেষ উপদেশ ও দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।