• খেলাধুলা

    ‘কোহলির জুতার সমানও নয় বাবর’, বললেন পাকিস্তানের সাবেক স্পিনার

      প্রতিনিধি ৯ জুন ২০২৪ , ১১:২৭:১৭ প্রিন্ট সংস্করণ

    0Shares

    খেলাধুলা ডেস্ক: বাবর আজমকে প্রায়শই বিরাট কোহলির সঙ্গে তুলনা করা হয়ে থাকে। বিষয়টি নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই।

    তবে এবার পাকিস্তানি সংবাদমাধ্যমের ওপর চটেছেন দেশটির সাবেক লেগ স্পিনার দানিশ কানেরিয়া। কোহলির জুতার সমানও নয় বাবর, এমনটাই জানিয়েছেন তিনি।বিশ্বকাপের সবচেয়ে প্রতীক্ষিত লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। সেই লড়াইকে সামনে রেখে ইন্দো এশিয়ান নিউজ এজেন্সিকে সাক্ষাৎকার দেন কানেরিয়া।




    তিনি বলেন, ‘মানুষ বাবর আজমকে নিয়ে অনেক কথা বলে। সে সেঞ্চুরি করলে মিডিয়া তাকে কোহলির সঙ্গে তুলনা করে। আরে ভাই, সে কোহলির জুতার সমানও নয়। যুক্তরাষ্ট্রের বোলারদের সামনেই সে রান করতে পারছিল না। ৪৫-৪৬ হওয়ার পর আউট হয়ে গেল। ‘

    ‘পাকিস্তানকে তো এই ম্যাচ একচ্ছত্র আধিপত্য দেখিয়ে জেতার উচিত ছিল। কারণ পাকিস্তান বিশ্বকাপ জিতেছে। ক্রিকেট বিশ্বে তাদের বড় নাম আছে, অনেক কিংবদন্তি তৈরি করেছে। কিন্তু এভাবে পারফর্ম করলে খুবই খারাপ লাগে। লজ্জাজনক! এমনভাবেই কি ক্রিকেট খেলি আমরা?’




    কানেরিয়ার মতে, আজ ভারতের সামনে পাত্তাই পাবে না পাকিস্তান। টেস্টে ২৬১ উইকেট নেওয়া এই স্পিনার বলেন, ‘ভারত তাদের বাজেভাবে হারাবে। ভারতকে হারানোর সামর্থ্য নেই তাদের। যখনই পাকিস্তান বিশ্বকাপে আসে, তখন তাদের বোলিং নিয়ে প্রশংসা চলতেই থাকে এবং বলা হয়ে থাকে তাদের বোলিংই ম্যাচ জেতাবে। কিন্তু বোলিংয়ের কারণেই প্রথম ম্যাচে হেরেছে তারা। ‘




    0Shares

    আরও খবর 16

    Sponsered content