• উত্তর চট্টগ্রাম

    প্রেমের টানে ফটিকছড়িতে শ্রীলঙ্কার তরুণী: ১লাখ ১ টাকা কাবিনে বিয়ে

      প্রতিনিধি ৮ জুন ২০২৪ , ৯:২১:৪৯ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নুরুল আবছার নূরী : ফটিকছড়ির উপজের ফটিকছড়ি পৌরসভার ৬নং ওয়ার্ডের মুনাফখিলের এজাহার মিয়ার ছেলে মোহাম্মাদ মোরশেদ।কাজের সুবাদে বেশ কয়েক বছর আগে তিনি মধ্যপ্রাচ্যের দেশ আমিরাতে পাড়ি জমান। সেখানে তার সাথে পরিচয় হয় শ্রীলঙ্কার তরুণী পচলার। একপর্যায়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। সেই প্রেম পরিণত হয়ে ফটিকছড়ি উপজেলার ফটিকছড়ি পৌরসভার ৬নং ওয়ার্ডের মুনাফখিলে এসে বিয়ের পিড়িতে বসেছেন এই শ্রীলঙ্কার সুন্দরী।




    গত ৬জুন বৃহস্পতিবার মোরশেদের মুনাফখিলের বাড়িতে ১লাখ ১টাকা কাবিনে এই যুগলের আকদ সম্পন্ন হয়। ৭জুন শুক্রবার রাতে তাদের রিসিপশনের আয়োজন করা হয়।বিয়ে উপলক্ষে পচলার পরিবারের সদস্যরাও ফটিকছড়িতে এসেছেন।




    এদিকে এই বিয়ের খবর ছড়িয়ে পড়লে লোকজন মোরশেদের বাড়িতে ভীড় করছেন।মোরশেদের পরিবার সবার কাছ থেকে দোয়া চেয়েছেন।




    0Shares

    আরও খবর 27

    Sponsered content