• জাতীয়

    রাষ্ট্রপতির সঙ্গে বিমান প্রধানের বিদায়ী সাক্ষাৎ

      প্রতিনিধি ৪ জুন ২০২৪ , ১০:৫৮:৩৪ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। মঙ্গলবার (০৪ জুন) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এ সময় রাষ্ট্রপতির সহধর্মিণী ড. রেবেকা সুলতানা উপস্থিত ছিলেন।




    রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ব্রিফিংয়ে জানান, সাক্ষাৎকালে বিমান বাহিনী প্রধান দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা দেওয়ায় রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি বিমানবাহিনীর সার্বিক কার্যক্রম বিশেষ করে উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সফল ভাবে দায়িত্ব পালন করায় বিদায়ী বিমান বাহিনী প্রধানকে ধন্যবাদ জানান। তিনি বিমান বাহিনীর উন্নয়নে তার ভূমিকার প্রশংসা করেন ।




    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আশা প্রকাশ করেন, বিমান বাহিনীর উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং সরকার এ ব্যাপারে সার্বিক সহযোগিতা দেবে।

    সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ওয়াহিদুল ইসলাম খান এবং সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী উপস্থিত ছিলেন।




    0Shares

    আরও খবর 17

    Sponsered content