• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়িতে বিজয়ী হাসি হাসলেন নাজিম উদ্দীন মুহুরী

      প্রতিনিধি ২১ মে ২০২৪ , ১০:৩৭:০৩ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নুরুল আবছার নূরী : দ্বিতীয় ধাফে ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে বিজয়ী হাসি হাসলেন আলহাজ্ব নাজিম উদ্দীন মুহুরী। ২১মে সারা দেশের ন্যায় ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দীন মুহুরী। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিতরণ ভাবে ভোট করা হয়েছে। কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।




    দুপুর ১২ টার দিকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম, জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও রির্টানিং কর্মকর্তা মুহাম্মদ রাকিব হাসান এবং ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাগণ বিভিন্ন কেন্দ্রে পরিদর্শন করেন।




    উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন অবাধ, নিরপক্ষ নির্বাচন উপহার দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

    সর্বশেষ ফলাফলে দেখা যায় বিপুল ভোটের ব্যবধানে আলহাজ্ব নাজিম উদ্দীন মুহুরী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।




    0Shares

    আরও খবর 27

    Sponsered content