• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়িতে আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে আগুনেই পুড়ে মৃত্যু

      প্রতিনিধি ১৭ মে ২০২৪ , ৭:৩১:০১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নুরুল আবছার নূরী: ফটিকছড়িতে একটি ভবনে লাগা আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে আগুনেই পুড়ে আলি হোসেন (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।গত ১৬ মে বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের মাইজভাণ্ডার এলাকায় এ ঘটনা ঘটে।




    নিহত আলি হোসেনের বাড়ি মুন্সিগঞ্জেরর রানীগাঁও ইউনিয়নের বারহাট্ট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

    চট্টবাণীকে এ তথ্য নিশ্চিত করেছেন ফটিকছড়ি ফায়ার স্টেশনের কর্মকর্তা বাবু ডলার ত্রিপুরা।




    তিনি বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে আমাদের দুইটি ইউনিট ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। মূলত একটি কুঁড়ে ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনে সূত্রপাত ঘটেছে। পরে দ্রুত এ আগুন পাশে থাকা একটি নির্মাণাধীন দুতলা ভবনে ছড়িয়ে পড়ে। ওই ভবনের দুতলায় শ্রমিক আলী হোসেন কাজ করে শুয়েছিলেন। পড়ে তিনি আগুন দেখে প্রাণ বাঁচাতে সেখান থেকে নিচে লাফ দিলে আগুনের মধ্যে পড়ে দগ্ধ হয়ে মারা যান।




    0Shares

    আরও খবর 27

    Sponsered content