• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়িতে প্রাণিসম্পদ ডেইরি প্রদর্শনী ও আলোচনা সভা

      প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৪ , ১০:৩৩:০৭ প্রিন্ট সংস্করণ

    নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে কর্তৃক আয়োজিত ১৮ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রাণিস্পদ প্রদর্শনী ‘২৪ উৎয়াপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছে।

    অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী।




    অনুষ্ঠারে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ খায়রুল বশর চৌধুরী, ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব মুহাম্মদ ইসমাইল হোসেন ভাইস-চেয়ারম্যান এডঃ মুহাম্মদ ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মী ডাঃ বাবু সুচয়ন চৌধুর ও চট্টগ্রাম জেলা ভেটেরিনারি প্রশিক্ষণ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ আব্দুল মান্নান।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দীন।




    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ডেইরি ফার্ম এসৌশিয়েনের সভাপতি মুহাম্মদ ইকবাল হোসেন, ফটিকছড়ি উপজেলা ডেইরি ফার্ম এসোশিয়েনের সভাপতি সাবেক চেয়ারম্যান আবু আহমেদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ আমান উল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ তানভীর আহমদ ছিদ্দিকী,মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ ছফি উল্লাহ, উপজেলা মৎস্য মাঠ কর্মকর্তা মুহাম্মদ বুলবুল আহমদ, আনসার ভিডিপির উপজেলা কর্মকর্তা মুহাম্মদ আব্দুল আজিজ, ফটিকছড়ি থানার এস,আই মুহাম্মদ জুয়েল, উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা বাবু সুমন চন্দ্র পাল উপ-সহকারী কর্মকর্তা বাবু পরিতোষ চাকমা,উপ-সহকারী রুবেল বড়ুয়া, কম্পাউন্ডার মুহাম্মদ জুনায়েদ আমিন,কম্পাউন্ডার শিফাতুন জান্নাত তাজরী,কামপিউটার অপারেটর নাইমা আকতার, প্রমুখ। অতিথিরা বিভিন্ন স্টোল পরিদর্শন করেন। এবং সুফল ভোগি খামারিদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন অতিথিরা।




    আরও খবর 27

    Sponsered content