• কক্সবাজার

    সাগরে উদ্ধার ৪ জেলেকে হস্তান্তর করলো নৌবাহিনী

      প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২৪ , ১১:৫৭:০৯ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্রজয়’গভীর সমুদ্র থেকে সিঙ্গাপুরগামী বাণিজ্যিক জাহাজের উদ্ধার করা ৪ জেলেকে স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছে।

    তারা হলেন মো. ইউনুস (৪০), মোহাম্মদ হোসেন (৩৭), মো. আবু বকর সিদ্দিক (৪০) এবং নূর মোহাম্মদ (৩৩)।




    তারা কক্সবাজারের স্থানীয় বাসিন্দা। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) MV RAFFLES PROGRESS নামের জাহাজটি জেলেদের উদ্ধার করেছিল।

    গত ১৪ ফেব্রুয়ারি বাণিজ্যিক জাহাজটি দুর্ঘটনায় কবলিত ভাসমান ৪ জেলেকে জাহাজে উদ্ধার করে এবং মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারকে (এমআরসিসি) অবহিত করে।

    খবর পেয়ে বঙ্গোপসাগরে টহলরত ‘বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সমুদ্র জয়’উপকূল থেকে প্রায় ১৩২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্র থেকে ৪ জেলেকে গ্রহণ করে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা, খাবার ও অন্যান্য সহযোগিতা দিয়েছে। এরপর স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কক্সবাজারের স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করে।




    সূত্র জানায়, গত ০৫ ফেব্রুয়ারি কক্সবাজার ৬ নম্বর ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে ফিশিং ভ্যাসেল ‘মা’ সমুদ্রে গমন করে এবং ০৯ ফেব্রুয়ারি রাতে বোটের তলা ফেটে দুর্ঘটনায় পতিত হয়। বোটে থাকা ১৬ জনের মধ্যে ১১ জন জেলে সমুদ্রে ঝাঁপ দিয়ে কাছের

    ফিশিং বোটে উঠতে সক্ষম হয়। বাকি ৫ জেলের মধ্যে চারজনকে বাণিজ্যিক জাহাজটি উদ্ধার করে। ১ জন নিখোঁজ রয়েছেন।

    আরও খবর 30

    Sponsered content