• পার্বত্য চট্টগ্রাম

    থানচিতে শিক্ষার্থীরা শুনলো বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা গল্প

      প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২৩ , ১:৩৪:৩১ প্রিন্ট সংস্করণ

    মোঃ শহিদুল ইসলাম (শহীদ): ১৮ ই অক্টোবর বুধবার সকাল দশটায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পে আয়োজনে থানচি উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় উপজেলা মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত হয় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদেরকে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা শুনানো অনুষ্ঠান।




    এতে শাহবা তাহরীম আমিন সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের উপ-পরিচালক মোঃ এরশাদ উদ্দিন (পিএএ), প্রজেক্ট ডাইরেক্টর ডাঃ মোঃ নুরুল আমিন, জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাধন চন্দ্র দাশ,বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম।




    এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    এছাড়াও কম্পিউটার অপারেটর পলাশ চক্রবতী, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের কর্মকর্তা, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।




    আরও খবর 29

    Sponsered content