• দক্ষিণ চট্টগ্রাম

    চন্দনাইশে বিরল প্রজাতির হনুমান উদ্ধার

      প্রতিনিধি ৩ আগস্ট ২০২৩ , ১১:০৫:৫৬ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ থেকে মহাবিপন্ন বিরল প্রজাতির একটি চশমা পরা হনুমান উদ্ধার করেছে পুলিশ। এটি পাচারের দায়ে বাস চালক মো: জসীম উদ্দীনকে (৪০) দুই মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরের দিকে চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে বাসের ব্যাটারি বক্সের ভিতর থেকে হনুমানটি উদ্ধার করে।




    পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চালক মো. জসীম উদ্দীনকে দুই মাসের কারাদণ্ড দেন।

    চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, বাসের বক্সের ভেতর করে হনুমানটি ঢাকায় নেওয়ার চেষ্টা করছিল। খবর পেয়ে আমরা তল্লাশি করে চশমা পরা হনুমানটি উদ্ধার করেছি। মোবাইল কোর্টের মাধ্যমে ওই পাচারকারীকে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া বনবিভাগের মাধ্যমে হনুমানটি চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে।




    0Shares

    আরও খবর 28

    Sponsered content