প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৫ , ১০:২৫:৪৮ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী : শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান যাকাত ওয়েলফেয়ার ফান্ডের ব্যবস্থাপনায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে ঔষধসহ চিকিৎসাসেবা প্রদানে ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের গামরীতলায় ১৫-তম দাতব্য চিকিৎসালয় হিসেবে হযরত সৈয়দ আব্দুচ্ছালাম ঈছাপুরী (রঃ) দাতব্য চিকিৎসালয়ের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।
১৪ এপ্রিল সোমবার নানুপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গামরীতলা জহুর মোল্লা জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ সেবা কেন্দ্রটির শুভ উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ঈছাপুরী (রঃ) দরবার শরীফের হযরত আতা-উর রহমান ঈছাপুরী (রঃ)’র বড় শাহাজাদা সৈয়দ আমান উল্লাহ আহসান ঈছাপুরী (মাঃজিঃআ)।
আলহাজ্ব মোহাম্মদ শওকত আব্দুল্লাহ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় কুরআন তেলোয়াত, নাতে মোস্তফা ও শানে গাউছুল আজম মাইজভান্ডারী পরিবেশনের মাধ্যমে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যাকাত ওয়েল ফেয়ার ফান্ডের সাধারণ সম্পাদক, আবদুল হালিম আল মাসুদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নানুপুর ইউপি সদস্য মোহাম্মদ রমজান, গিয়াস উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আলমগীর, আহসান উল্লাহ্ চৌধুরী বিভন, এস এম কামরুজ্জামান, মোহাম্মদ আলী মাসুদ ও মোহাম্মদ আবদুল হামিদ প্রমুখ।
বক্তারা বলেন, গ্রামীণ জনপদে স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, পুষ্টি ও চিকিৎসাসেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে ‘শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক) ট্রাস্ট’ সার্বজনীন বিনামূল্যে স্বাস্থসেবা কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। দরিদ্র অসহায় রোগীদের মানসিক, পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক বিষয়ক বিভিন্ন সহায়তার পাশাপাশি রোগীর মানসিক শক্তি বৃদ্ধি ও চিকিৎসার ব্যয় বহন করে এ ট্রাস্ট মানব সেবায় এক উজ্জ্বল দৃষ্টান্তে পরিণত হয়েছে।
অনুষ্ঠান শেষে মিলাদ কিয়াম দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আবুল কালাম।