• মহানগর

    রাজনীতি মানেই মানুষের সেবা করা: সাঈদ আল নোমানের

      প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৫ , ১০:৪১:৫০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে কেন্দ্রের সামনে অপেক্ষমাণ অভিভাবকদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পানি বিতরণ করেছেন বিএনপি নেতা ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাঈদ আল নোমান।

    মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় নগরের রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে পর্যায়ক্রমে গরিবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়, পিএইচ আমিন একাডেমি ও সিএমপি স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষার কেন্দ্রে ছাউনিগুলো পরিদর্শন, পানি বিতরণ এবং অভিভাবকদের খোঁজ খবর নেন তিনি।

    ১১টি পরীক্ষা কেন্দ্রে গরমে অভিভাবকদের স্বস্তি দিতে পরীক্ষাকেন্দ্রের মাঠে তৈরি করেছিলেন ছাউনি, ব্যবস্থা করেছেন চেয়ার, পানি ও স্বেচ্ছাসেবক টিম। এসএসসি পরীক্ষার শুরুর দিন থেকে ধারাবাহিকভাবে মাসব্যাপী প্রতিটি পরীক্ষায় এই আয়োজন অব্যাহত রাখার উদ্যোগ নিয়েছেন সাঈদ আল নোমান।

    সাঈদ আল নোমান বলেন, আমার কাছে রাজনীতি মানেই মানুষের সেবা করা, জনগণের পাশে থাকা। আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের দক্ষতানির্ভর বাংলাদেশ, যেখানে তরুণরা তাদের মেধা ও দক্ষতা দিয়ে রাষ্ট্রকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্র কাঠামোর ৩১ দফা ঘোষণা করেছেন।

    এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য মোশারফ হোসেন ডিপ্টি, জসিম উদ্দিন জিয়া, আব্দুল আলিম স্বপন, শাহীন আহমেদ কবির, মো. শফিউল্লাহ, দিদারুল আলম, রেজাউল করিম মিন্টু, মো. সালেহ, মো. আলী, কাফি মুন্না, মোশাররফ আমিন সোহেল, রাজু খান প্রমুখ।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content