• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়িতে বর্ষবরণ উপলক্ষে আনন্দ শোভা যাত্রা ও বৈশাখী মেলা

      প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৫ , ১০:২৭:২৮ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নুরুল আবছার নূরী : ১৪ এপ্রিল রবিবার সকাল ৯টায় ফটিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজিত ১ বৈশাখ বর্ষবরণ উপলক্ষে আনন্দ শোভা যাত্রা, দিন ব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে উপজেলা পরিষদ মাঠ থেকে র‍্যালী বেরহয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদের মাঠে এসে শেষ হয়।

    এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ডক্টর মুহাম্মদ সেলিম রেজা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবু সৌনম বড়ূয়া , প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবদুল মোমিন, ফটিকছড়ি পল্লী বিদ্যুৎ সমিতি -২এর জোনাল ম্যানেজার মুহাম্মদ আব্দুস ছালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ ছফি উল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ নাসির উদ্দীন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ হাসানুল কবির, উপজেলা নির্বাহী সহধর্মিণী মিসেস মোজাম্মেল হক চৌধুরী।

    মাস্টার মুহাম্মদ রনজিত ভট্টাচার্য ও মাস্টার পল্লবী খাস্তগীর যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ মাহবুবুল আলম, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ বোরহান উদ্দিন, গৌতম সেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী।

    মেলায় নাগরদোলা বিভিন্ন স্টোল পরিদর্শন করেন অতিথি বৃন্দগন। বক্তারা বলেন অতিতের সমস্ত গ্লানি ভুলে গিয়ে নতুনকে বরণ করে বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে হবে। কবি গুরু রবীন্দ্র নাথ ঠাকুরের কবিতার চরন এসো হে বৈশাখ এসো এসো এই গানটির সুরে সুরে মুচ্চান্ন হয়ে উঠে সারা উপজেলা পরিষদের মাঠ।

    0Shares

    আরও খবর 27

    Sponsered content