• জাতীয়

    আকাশে আবু সাঈদ-মুগ্ধকে দেখে স্তম্ভিত লক্ষাধিক মানুষ

      প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২৫ , ৯:৫৪:২৩ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক : প্রথমবারের মতো বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ব্যতিক্রমী ড্রোন শো’র আয়োজন করা হয়েছে। এতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ‘র প্রতিকৃতিসহ বিভিন্ন ছবি ফুটে ওঠে।আকাশে মুগ্ধ, আবু সাঈদের প্রতিকৃতি দেখে স্তম্ভিত হন লক্ষাধিক দর্শক।

    সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদ ভবনের ওপরে ২৬০০ ড্রোন দিয়ে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। মানিক মিয়া অ্যাভিনিউতে দাঁড়িয়ে ড্রোন শো উপভোগ করেন হাজারো দর্শক।

    অন্ধকারের মাঝে আলো ছড়িয়ে প্রায় ১৫ মিনিট ধরে চলা এই ড্রোন শো’র শুরুতেই হাতে ধরে থাকা খাঁচাবন্দি একটি পাখির ছবি ভেসে ওঠে। কিছুক্ষণ পর সেই খাঁচা খুলে গিয়ে পাখিটি বের হতে দেখা যায়। তখনই আকাশে ‘রিবার্থ ৩৬ জুলাই’ লেখা ভেসে ওঠে। তারপর ভেসে ওঠে জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদের সেই হাত ছড়ানো ছবি। আবু সাঈদের পর ভেসে ওঠে জুলাই আন্দোলনে শহীদ মুগ্ধর সেই পানি নিয়ে যাওয়ার ছবি। পাশে লেখা ‘পানি লাগবে পানি’।

    এরপর প্রতিবাদী এক নারীর অবয়ব ভেসে ওঠে। তারপর আকাশে দেখা যায় আন্দোলনের সময় স্যালুট জানানো সেই রিকশাচালকের ছবি। তারপর ভেসে ওঠে বাংলাদেশের জাতীয় ফুল শাপলার ছবি।

    এরপরই আকাশে ভেসে ওঠে মহান মুক্তিযুদ্ধের স্মরণে ‘১৯৭১’ লেখা। এরপর সেটার নিচে ভেসে ওঠে জুলাই বিপ্লবের স্মারক ‘২০২৪’ লেখা। তারপর ধীরে ধীরে ১৯৭১ লেখা মুছে গিয়ে ‘২০২৪’-এর ওপর পতাকা হাতে এক ব্যক্তির অবয়ব দেখা যায়।

    ড্রোন শোতে ইসরায়েলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনের প্রতিও সমর্থন জানানো হয়। ড্রোন দিয়ে তৈরি করা হয় ফিলিস্তিনের পতাকা ও শান্তির প্রতীক পয়ারার ছবি। সঙ্গে লেখা দেখা যায়, ‘প্রেয়ার্স ফর প্যালেস্টাইন’। তারপর ভেসে ওঠে এঞ্জেলের ছবি।

    ঢাকাস্থ চীনা দূতাবাসের কারিগরি সহায়তায় এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় এই ‘ড্রোন শো’র আয়োজন করা হয়েছে, যা চীন-বাংলাদেশ বন্ধুত্বের নিদর্শন হিসেবে বিবেচিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন। তাই ড্রোন দিয়ে তৈরি করা হয় বাংলাদেশ-চীন বন্ধুত্বের নিদর্শন। সেখানে লেখা দেখা যায় ‘লং লিভ চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ’।

    শেষে দর্শকদের ড্রোন শো’র মাধ্যমে ‘শুভ নববর্ষ’ লিখে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হয়।

    0Shares

    আরও খবর 17

    Sponsered content