• মহানগর

    রাশিয়ান তিন যুদ্ধজাহাজ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে

      প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৫ , ১০:৩৫:২৩ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: বাংলাদেশে চার দিনের শুভেচ্ছা সফরে এসেছে রাশিয়ান নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ ‘রেজিক’ (REZKIY), ‘হিরো অব দি রাশিয়ান ফেডারেশন আলদার সিডেনঝপভ’ HERO OF THE RUSSIAN FEDERATION ALDAR TSYDENZHAPOV এবং ‘পেচেঙ্গা’ (PECHENGA)।

    রোববার (১৩ এপ্রিল) জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান।

    এ সময় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত, মিলিটারি, এয়ার অ্যান্ড নেভাল অ্যাটাসে এবং চট্টগ্রামের রাশিয়ান অনারারি কনস্যুলসহ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সফরকারী জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় পৌঁছালে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ অভ্যর্থনা জানায়।

    বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজগুলোর অধিনায়করা ও বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরকারী জাহাজগুলোর কর্মকর্তা ও নাবিকরা নেভাল একাডেমিতে অবস্থিত রেডকিন পয়েন্টে পুষ্পস্তবক অর্পণ এবং নৌবাহিনী প্রশিক্ষণ ঘাঁটি ও জাহাজ, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিএন আশার আলো স্কুল এবং চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করবেন। বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা ও নৌবাহিনী পরিচালিত স্কুলগুলোর শিক্ষার্থীরা রাশিয়ান জাহাজগুলো পরিদর্শন করবেন।

    শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত বিষয়ে মতবিনিময়, ভবিষ্যৎ প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টির পাশাপাশি দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

    যুদ্ধজাহাজ তিনটি আগামী ১৬ এপ্রিল বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content