• মহানগর

    জনস্বার্থবিরোধী লিজ বাতিলের দাবিতে রেল উপদেষ্টাকে স্মারকলিপি

      প্রতিনিধি ১১ এপ্রিল ২০২৫ , ১০:৪৪:২৩ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: হালিশহরের গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) এলাকার বিভিন্ন ধর্মীয় স্থাপনা ও শহীদ ছোবহান স্মৃতি মিলনায়তন রক্ষা এবং জনস্বার্থবিরোধী লিজ বাতিলের দাবিতে রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছে স্মারকলিপি দিয়েছেন রেল কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা।

    শুক্রবার (১১ এপ্রিল) সকালে চট্টগ্রামের সিআরবি রেল ভবনে উপদেষ্টার হাতে এ স্মারকলিপি তুলে দেন তারা।

    এ সময় উপদেষ্টা রেলকর্মীদের আশ্বস্ত করেন, রেলের কবরস্থান, মসজিদ ও মাজার রক্ষা করা হবে। স্মারকলিপিতে বলা হয়, সিজিপিওয়াই রেলইয়ার্ড দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র।

    এখানে রেলওয়ের বিভিন্ন শাখার প্রায় এক হাজার পরিবার বসবাস করে। কিন্তু স্বাধীনতার এত বছর পরও রেল কর্তৃপক্ষ ধর্মীয় ও সামাজিক স্থাপনা নির্মাণে কোনো উদ্যোগ নেয়নি। এই শূন্যতা পূরণে রেলকর্মীরা নিজেদের অর্থ ও শ্রমে গড়ে তোলেন মসজিদ, কবরস্থান ও মিলনায়তন। পুলিশের গুলিতে নিহত শহীদ ছোবহান স্মৃতি মিলনায়তন নির্মিত হয় কর্মচারীদের বেতন থেকে কর্তন বরা সরকারি অর্থে।

    স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, জলাধার ও পুকুরও লিজের আওতায় এসেছে, যা সিজিপিওয়াইয়ের অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবেলায় ব্যবহৃত হয়ে থাকে। এই সিদ্ধান্ত পরিবেশ নীতিমালা ও ধর্মীয় স্থাপনা রক্ষার আইন পরিপন্থী।

    এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম আর রাজু, বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সিজিপিওয়াই ইয়ার্ড মাস্টার আব্দুল মালেক, বাংলাদেশ রেলওয়ে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, রেলওয়ে শ্রমিক দলের মহিলা বিষয়ক সম্পাদিকা মনোয়ারা বেগম, রেলশ্রমিক দলের বিভাগীয় সম্পাদক মফিজুর রহমান মজুমদার, রেলশ্রমিক দলের জেটি শাখার সভাপতি ছাবের আহমেদ, শহিদুল আলম, রেলওয়ে এমপ্লেয়েজ লীগের জেটি শাখার সভাপতি আজিম উদ্দিন, রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সিজিপিওয়াই শাখার সম্পাদক জাহাংগীর আলম প্রমুখ।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content