• জাতীয়

    নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের পেছনে পরাজিত শক্তি: রিজভী

      প্রতিনিধি ২ এপ্রিল ২০২৫ , ১০:৩২:০৮ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নিউইয়র্ক টাইমসের প্রকাশিত প্রতিবেদনের পেছনে পরাজিত শক্তি ও তাদের মদতদাতারা রয়েছে।

    বুধবার (২ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেন।

    রুহুল কবির রিজভী বলেন, নানা ধরনের যে অপতথ্য ছড়ানো হচ্ছে তার আরেকটি প্রমাণ হলো – ‘বাংলাদেশে আবার ইসলামী উগ্রবাদের উত্থান’ ইত্যাদি বলে নিউইয়র্ক টাইমসের যে প্রতিবেদন। এর পেছনে নিশ্চয়ই কারা জড়িত বাংলাদেশের মানুষ জানে। আজকে যারা পরাজিত শক্তি এবং তাদেরকে যারা মদত দেয় তাদের যৌথ প্রচেষ্টা এটা।

    তিনি বলেন, আমরা বাংলাদেশে বসবাস করি। বাংলাদেশের কোটি কোটি মানুষের কেউ জানে না এখানে কোথায় উগ্রবাদের উত্থান হয়েছে? কোন এলাকায়? কোন মহল্লায়? কোন গ্রামে? এখানে যারা ধর্মপ্রাণ মানুষ তারা উপসনালয়ে যাচ্ছে, মসজিদ-মন্দির-প্যাগোডায় যাচ্ছে। ফ্যাসিবাদের কোনো ছোবল নেই, মানুষ নির্বিঘ্নে ধর্ম পালন করছে। কথা বলতে পারছে।

    সম্প্রতি যুক্তরাষ্ট্রের দ্য নিউইয়র্ক টাইমসে ‘বাংলাদেশ নতুন করে গড়ে উঠছে, ইসলামী কট্টরপন্থীরা সুযোগ খুঁজছে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

    মঙ্গলবার (১ এপ্রিল) অন্তর্বর্তী সরকারের প্রেস উইং এক বিবৃতিতে ওই প্রতিবেদনকে ‘বিভ্রান্তিকর ও একপক্ষীয়’ বলে উল্লেখ করেছে।

    বিবৃতিতে বলা হয়, দ্য নিউইয়র্ক টাইমসের এই নিবন্ধটি বাংলাদেশ সম্পর্কে একটি বিভ্রান্তিকর ও একপক্ষীয় ধারণা তৈরি করছে, যেখানে দেশটিকে ধর্মীয় চরমপন্থার করাল গ্রাসে পতিত হতে চলেছে বলে উপস্থাপন করা হয়েছে।

    0Shares

    আরও খবর 17

    Sponsered content