• বিনোদন

    ঈদে এলো বিপ্লব সাহার রোমান্টিক গান

      প্রতিনিধি ২ এপ্রিল ২০২৫ , ১০:৪৭:৩৯ প্রিন্ট সংস্করণ

    0Shares

    বিনোদন ডেস্ক: দেশের স্বনামধন্য একজন ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। তবে একক কোনো পরিচয়ের ছকে বাঁধা যায় না তাকে।

    তিনি একাধারে চিত্রশিল্পী, ফ্যাশন ডিজাইনার ও সংগীতশিল্পী। বিপ্লব সাহা সব সময় চেষ্টা করেন নানা উৎসব-পার্বন উদযাপনকে সঙ্গী করে নতুন কিছু করার। সেই ধারাবাহিকতায় ঈদে নতুন গান নিয়ে হাজির হলেন তিনি।

    মিষ্টি প্রেমের রোমান্টিক গানটির শিরোনাম ‘তোমার চোখে চোখ পড়তেই’। এতে বিপ্লব সাহার সঙ্গে কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত গায়িকা সোমনুর মনির কোনাল।

    গানটির কথা লিখেছেন মারুফ আহমেদ। সুর-সংগীত করেছেন উজ্জ্বল সিনহা। গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন দেশের এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মিলা হোসেন। তার সঙ্গে আরও দেখা যাবে এই প্রজন্মের নায়ক, মডেল সাঞ্জু জনকে।

    গেল মার্চ মিউজিক ভিডিওটির শুটিং সম্পন্ন হয়েছে। মিউজিক ভিডিওটির গল্প ও নির্দেশনাও দিয়েছেন বিপ্লব সাহা। ঈদ উপলক্ষে বিপ্লব সাহা নামের ইউটিউব চ্যানেল মঙ্গলবার (০১ এপ্রিল) ‘তোমার চোখে চোখ পড়তেই’ গানটি প্রকাশ করা হয়েছে।

    0Shares

    আরও খবর 20

    Sponsered content