• দক্ষিণ চট্টগ্রাম

    আনোয়ারায় বিরল প্রজাতির সাদা পেঁচা উদ্ধার

      প্রতিনিধি ২ এপ্রিল ২০২৫ , ১০:৩৬:০১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলার দক্ষিণ পরুয়াপাড়া গ্রাম থেকে বিরল প্রজাতির একটি সাদা পেঁচা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) সকালে এ প্রাণীটি উদ্ধার করা হয়।

    ওইদিন রাতেই একটি খোলা মাঠে পেঁচাটিকে অবমুক্ত করে প্রশাসন। জানা যায়, মঙ্গলবার সকালে গ্রামের বিলে কিশোরদের হাতে ধরা পড়ে বিরল প্রজাতির পেঁচাটি।

    স্থানীয় লোকজন প্রাণীটিকে উদ্ধার করে খাঁচায় রাখে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ ও চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে রাতে এটিকে ওই জায়গাতেই অবমুক্ত করা হয়।

    চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, এটি সাদা প্রজাতির লক্ষ্মী পেঁচা। বর্তমানে প্রাণীটির সংখ্যা আমাদের দেশে কমে গেছে। এরা দিনের বেলায় দেখতে না পাওয়ায় ছেলেদের হাতে ধরা পড়ে। পরে রাতেই এটি অবমুক্ত করা হয়।

    0Shares

    আরও খবর 28

    Sponsered content