• বিনোদন

    পায়ে অস্ত্রোপচার, হুইলচেয়ারে চলছেন মোশাররফ করিম

      প্রতিনিধি ৩০ মার্চ ২০২৫ , ৯:৫৩:১২ প্রিন্ট সংস্করণ

    0Shares

    বিনোদন ডেস্ক : হুইলচেয়ারে বসা অভিনেতা মোশাররফ করিম, ডান পায়ে ব্যান্ডেজ। তাকে ঠেলে নিয়ে যাচ্ছেন কয়েকজন।এটি কোনো সিনেমার দৃশ্য নয়, বরং সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে এভাবে প্রবেশ করেন এই তারকা অভিনেতা।

    ঈদুল ফিতরে মুক্তি পাবে মোশাররফ করিম অভিনীত ‘চক্কর ৩০২’ সিনেমা। শাকিব-নিশোদের সঙ্গে ঈদের বাজারে প্রতিযোগিতা করবে সিনেমাটি। ট্রেইলারে প্রকাশের পর বেশ সাড়া ফেলেছে এটি।

    শনিবার (২৯ মার্চ) রাজধানীর বিমানবন্দর সংলগ্ন সেন্টার পয়েন্টের স্টার সিনেপ্লেক্স সিনেমাটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানে হুইলচেয়ারে বসে প্রবেশ করেন মোশাররফ করিম। তারপরই প্রশ্নে উঠে, সিনেমাটির প্রচারের অংশ হিসেবে কি হুইলচেয়ারে বসে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন মোশাররফ করিম?

    তবে ‘চক্কর ৩০২’ সিনেমার পরিচালক শরাফ আহমেদ জীবন জানান, এটি সিনেমার প্রচারের কোনো অংশ নয়।

    ব্যাখ্যা করে শরাফ আহমেদ জীবন বলেন, মোশাররফ ভাইয়ের পায়ে একটি অস্ত্রোপচার হয়েছে। তারপরও যে তিনি প্রিমিয়ারে আসবেন এটা আমরা কল্পনাও করিনি। তার ডেডিকেশনের জায়গা থেকে এসেছেন। এজন্যই মোশাররফ ভাই সেরা।

    মোশাররফ করিম বলেন, এখানে উপস্থিত হয়ে যারা সিনেমাটি দেখলেন তারাই বলতে পারবেন এটি কেমন হয়েছে। এটুকু বলতে পারি, সবাই দারুণ অভিনয় করেছেন। কারণ জীবন সবার থেকে অভিনয়টা আদায় করে নিয়েছেন। এতে নতুন কয়েকজন শিল্পী কাজ করেছেন; তারাও কোনো অংশেই কম করেননি। তাদের নিয়ে আমি খুবই আশাবাদী। আশা করি, সিনেমাটি সবার ভালো লাগবে।

    ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পায় ‘চক্কর’ সিনেমা। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, রওনক হাসান, মৌসুমী নাগ, শাশ্বত দত্ত প্রমুখ।

    0Shares

    আরও খবর 20

    Sponsered content