• জাতীয়

    চীনের বিনিয়োগে দেশে হবে আন্তর্জাতিক মানের হাসপাতাল

      প্রতিনিধি ৩০ মার্চ ২০২৫ , ৯:১৩:৩৭ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক: চীনের বিনিয়োগে বাংলাদেশে আন্তর্জাতিক মানের একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন‌ প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান।

    প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চীন সফর নিয়ে রোববার (৩০ মার্চ) বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

    খলিলুর রহমান বলেন, আন্তর্জাতিক মানের বিশেষায়িত একটি হাসপাতাল নির্মাণের ব্যাপারে বাংলাদেশ সরকারের অনুরোধে চীন সরকার রাজি হয়েছে। খুব শিগগির এ হাসপাতাল নির্মাণের কার্যক্রম শুরু হবে।

    দেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, গত বছরের ডিসেম্বরে তিনি কুনমিং যান। সেখানে চীনের কো-অপারেশন মিনিস্টারের সঙ্গে তার কথা হয়। ওই সময় বাংলাদেশের রোগীদের সুচিকিৎসার্থে সেখানকার কয়েকটি হাসপাতাল চিহ্নিত করা যায় কি না সে ব্যাপারে তাকে অনুরোধ করা হয়েছিল৷ অনুরোধের পরিপ্রেক্ষিতে তারা অতি দ্রুত বাংলাদেশিদের চিকিৎসার জন্য চারটি হাসপাতাল ঠিক করেন। তিনি ব্যক্তিগতভাবে সেই চারটি হাসপাতালের একটি ফার্স্ট পিপলস হাসপাতাল পরিদর্শন করেন। গত ১০ মার্চ বাংলাদেশ থেকে একটি দল চিকিৎসা গ্রহণের জন্য সেখানে যায়।

    খলিলুর রহমান বলেন, বাংলাদেশ থেকে চীনের কুনমিং যেতে মাত্র দুই ঘণ্টা সময় লাগে। তাছাড়া হাসপাতালে চিকিৎসার মান ও পরিবেশ অত্যন্ত ভালো ৷ বাংলাদেশে অত্যন্ত উঁচু মানের হাসপাতাল প্রয়োজন। এ কারণেই চীন সরকারের কাছে বাংলাদেশ একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের অনুরোধ করে।

    প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ বলেন, আমি একটি হাসপাতাল পরিদর্শন করেছি, চমৎকার মান। কিন্তু সেটাতেই সন্তুষ্ট থাকলে তো আমাদের চলবে না। আমরা চাই যে বাংলাদেশে অত্যন্ত উচ্চমানের হাসপাতাল তৈরি হোক। এ বিষয়ে আমরা চীনকে একটি বিশেষায়িত হাসপাতাল তৈরির জন্য অনুরোধ করেছি। তারা প্রস্তুতি গ্রহণ করছে ৷ অতিসত্বর কাজ শুরু হবে বলে আমরা আশা করছি।

    সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

    চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের আমন্ত্রণে গত ২৬ মার্চ (বুধবার) দুপুরে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশটি সফর করেন প্রধান উপদেষ্টা। শনিবার (২৯ মার্চ) রাত ৮টা ১০ মিনিটে তিনি দেশে ফেরেন।

    0Shares

    আরও খবর 17

    Sponsered content