• মহানগর

    আলোর পথে যুব সাহিত্য ফোরাম ও দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির মহান স্বাধীনতা দিবস উদযাপন

      প্রতিনিধি ২৬ মার্চ ২০২৫ , ১০:১২:১১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: বন্দর-ইপিজেড-পতেঙ্গাস্থ আলোর পথে যুব সাহিত্য ফোরাম ও আলোর পথে মিডিয়া লিমিটেড,দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে শ্রদ্ধা নিবেদন এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অস্থায়ী কার্যালয়ে ২৬ মার্চ বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে।

    প্রতিবছরের ন্যায় এবারও মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে স্বাধীনতার ৫৪ বছর পূর্তি। সকাল ৮ টায় জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন এবং সকাল সাড়ে ৯টায় দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং সাড়ে ১১টায় সংক্ষিপ্ত আলোচনা সভা আলোর পথে মিডিয়া লিমিটেডের প্রধান নির্বাহী ও স্থানীয় ক্রীড়া সংগঠক সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত।

    এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফুটবল একাডেমির উপদেষ্টা সদস্য ও সিনিয়র শিক্ষক বিকাশ সরকার, বিশেষ অতিথিদের মধ্যে ডাঃ উদয়ন কান্তি মিত্র, উপদেষ্টা কোচ, সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন, সহ-সম্পাদক মোঃ শাহেদুর রহমান শাহেদ, মানবাধিকার সংগঠক মোঃ খলিলুর রহমান হাওলাদার,মাঠ সমন্বয়কারী মোঃ আমির খন্দকার সহ- বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আলোচনা সভায় বক্তারা বলেন,১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা দীর্ঘ বছর ধরে বিশেষ একটি গোষ্ঠী এই অর্জন কে নিজেদের সম্পত্তি হিসেবে সকল গণতান্ত্রিক অধিকার কে জোর জুলুম নির্যাতনের মাধ্যমে নষ্ট করে দেয়।

    দীর্ঘ ৫৪ বছরের সেই বদনাম ও গোষ্ঠীর একক দাবিকৃত মিথ্যা বানোয়াট গল্প কাহিনী থেকে এদেশের গণমানুষ কে সত্যিকার অর্থে স্বাধীনতার সুফল এনে দিতে ডঃ ইউনুসের মতো সাহসী দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃত্বকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। সবাই স্বনির্ভর বাংলাদেশ গড়তে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আলোচক অতিথিরা।

     

    0Shares

    আরও খবর 25

    Sponsered content