প্রতিনিধি ১৪ মার্চ ২০২৫ , ৯:৫০:৫৫ প্রিন্ট সংস্করণ
চকরিয়া প্রতিনিধি:চকরিয়ার কর্মরত সাংবাদিকদের সম্মানে মরহুম মাওলানা ইমাম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আবদুল্লাহ আল (সাকিব) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল১২ রমজান (১৩মার্চ) বৃহস্পতিবার পৌর শহরের অভিজাত রেস্টুরেন্ট কাঁচালং এর হলরুমে অনুষ্ঠিত অনুষ্টিত হয়েছে।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাসান সাকিব। এসময় তিনি সাংবাদিকদের উদ্যেশ্যে পবিত্র মাহে রমজানের ফজিলতপূর্ণ তাৎপর্য আলোচনার পাশাপাশি চকরিয়ার নানাবিধ সমস্যা, সম্ভাবনা, সাম্প্রতিক দেশের চলমান নাজুক পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। আগামী পৌর নির্বাচনে সৎ যোগ্য ও তরুণ নেতৃত্বকে বিজয়ী করার উপরোও গুরুত্বারোপ করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক নেতা আবদুল মজিদ, প্রধান বক্তা ডা: জিএম রুকুন উদ্দিন।
বাংলাদেশ প্রতিদিনের চকরিয়া প্রতিনিধি সাংবাদিক জিয়া উদ্দিন ফারুক, চকরিয়া সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি বি.এম হাবিবুল্লাহ্, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক সোসাইটির সভাপতি একে এম বেলাল উদ্দিন, অর্থ সম্পাদক জহিরুল আলম সাগর, দৈনিক কর্ণফুলী প্রতিনিধি জহিরুল ইসলাম, সাংবাদিক অলিউল্লাহ রনি, দৈনিক সংগ্রাম প্রতিনিধি শাহ্ জালাল শাহেদ, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি সাঈদী আকবর ফয়সাল, গণমানুষের আওয়াজ প্রতিনিধি প্রেস ইউনিটির সভাপতি এইচ এম রুহুল কাদের, সাংবাদিক শাহরিয়ার মাহমুদ রিয়াদ, সাংবাদিক আলী ওমর, দৈনিক সোনালী কন্ঠ চকরিয়া প্রতিনিধি শফিউল করিম সবুজ, আরাফাত ছানি, রিদুয়ানুল হক, আরফান উদ্দিন, নিউজ ভিশন প্রতিনিধি সুমন ।
এসময় আরো উপস্থিত ছিলেন চকরিয়া সাধারণ শিক্ষার্থী সংসদের সভাপতি খাইরুল হাসান, সাধারণ সম্পাদক জয়নাব সাকিল সানি,জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ও চকরিয়া থানা প্রতিনিধি সাজ্জাদ হোসাইন,সাধারণ শিক্ষার্থী জিল্লুর রহমানসহ,বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠন নেতৃবৃন্দ প্রমুখ।