প্রতিনিধি ২ মার্চ ২০২৫ , ১০:৪৫:১৮ প্রিন্ট সংস্করণ
মোঃ শহিদুল ইসলাম শহীদঃ হেডম্যান কারবারি কল্যাণ পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয় সংবর্ধনা ও প্রথাগত বিষয়ক আলোচনা সভা। ২ মার্চ রবিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হেডম্যান কারবারি কল্যাণ পরিষদের থানচি উপজেলা সভাপতি ৩৫৯সেকদু মৌজার হেডম্যান বাথোয়াইচিং মারমা।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও বান্দরবান জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো, জেলা পরিষদের সদস্য এডভোকেট উবাথোয়াই মারমা। থানচি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মজুমদার।
এসময় সামাজিক প্রথা রীতিনীতি সংরক্ষণ পালন বিষয়ে সার্বিক আলোচনা করেন হেডম্যান কারবারি কল্যাণ পরিষদ বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক উনিহ্লা মারমা, এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক ওবামং মারমা।
সার্বিক পরিচালনায় ছিলেন সিংগ্যাফা মৌজার হেডম্যান ও ১নং রেমাক্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুইশৈথুই মারমা রনি।
অতিথিবৃন্দ ও হেডম্যান কারবারি,সামাজিক প্রথা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী উপজেলা প্রশাসনের সমন্বয়ে নিজ নিজ সামাজিক রীতিনীতি সংরক্ষণ বিষয়ে নিজ নিজ মন্তব্য তুলে ধরেন।
আলোচনা পরবর্তী হেডম্যান কারবারিদের হাতে প্রথমবারের মতো বিবাহ নামা সংরক্ষণের আলোকে রেজিস্ট্রেশন বই তুলে দেওয়া হয়। এতে স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।