• মহানগর

    সিএমপির ৬ শীর্ষ কর্মকর্তা বদলি

      প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:৩৯:৪৯ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ছয়জন উপ-পুলিশ কমিশনারকে দেশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।

    রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান।

    আদেশ সূত্রে জানা গেছে, সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত সিএমপির উপ-পুলিশ কমিশনার মো. তারেক আহাম্মেদকে বদলি করা হয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশে (এসএমপি), মো. মোখলেছুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে এবং জয়নুল আবেদীনকে সিআইডিতে।

    এছাড়া উপ-পুলিশ কমিশনার শাকিলা সোলতানাকে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার, মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এবং এ এ এম হুমায়ুন কবীরকে সিআইডির পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

    একইদিনে জারি করা পৃথক আদেশে আরও ৫৩ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content