• মহানগর

    “চট্টগ্রামে পুলিশের কর্মশালা”দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বারোপ”

      প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:২০:১২ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ এলাকায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত “দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বারোপ সহ বিশেষ আইন প্রয়োগ” বিষয়ক কর্মশালা ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

    কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল ও দেশের বিশিষ্ট আইনজ্ঞ মো: আসাদুজ্জামান।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ- আইজিপি বাহারুল আলম ( বিপিএম) ,চিফ প্রসিকিউটর (অ্যাটর্নি জেনারেল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মোহাম্মদ তাজুল ইসলাম আইন ও বিচার বিভাগের‌ সচিব শেখ আবু তাহের, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ। কর্মশালায় সভাপতিত্ব করেন নাসিমুল গনি, সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    এছাড়া কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পুলিশ কমিশনার মোঃ হাসিবুল আজিজ,চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবিব পলাশ সহ সিএমপি ও চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিভিন্ন পদের কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রাম বিভাগের প্রশাসন ও বিচার বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং পিপি/এপিপি বৃন্দ অংশগ্রহণ করেন।

    এর আগে কর্মশালায় যোগদানের উদ্দেশ্যে আইজিপি সিএমপি অফিসার্স মেসে আসলে মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস দল আইজিপি কে গার্ড অব অনার প্রদান করে।
    কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বারোপ বিশেষ আইন প্রয়োগ করে আত্ম – সামাজিক উন্নয়নে ও আইন শৃঙ্খলা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কি করা যেতে পারে তার সঠিক পরামর্শ নিতে বিভাগের সর্বমহলের সহযোগিতা জরুরি বলে তিনি মনে করেন। সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে কঠিন অবস্থা দেখা দিতে পারেও বলে তিনি কর্মশালায় জানিয়েছেন।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content