প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:১২:০১ প্রিন্ট সংস্করণ
চট্টবাণী: চট্টগ্রামের মডেল মহল্লা খ্যাত ঐতিহ্যবাহী ঘাসিয়ার পাড়া মহল্লা কমিটি’র উদ্যোগে বিশেষ শিক্ষা মূলক অনুষ্ঠান শিক্ষা উপবৃত্তি, শিক্ষা উপকরণ বিতরণ ও গুণীজন সম্বর্ধনা-২০২৫ উৎসবমূখর পরিবেশে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে মহল্লা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান সুমনের সভাপতিত্বে ও সেক্রেটারি এম.এ নাছেরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত মহতী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসরমোঃ ফজলুল কাদের চৌধুরী ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি মুসলিম হাই স্কুলের সিনিয়র শিক্ষক আজিজুল হক, ঘাসিয়ার পাড়া মহল্লা কমিটির উপদেষ্টা মসিউদ্দৌলা জাহাঙ্গীর ,হাজী আবদুল আজিম, হাজী আমিনুর রহমান সওঃ,উপদেষ্টা আব্দুর শুক্কুর, সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান, মোহাম্মদ সিকান্দার মেহেদি, হাজী আরবান আলী জামে মসজিদের খতিব মাওলানা গোলাম সোবহান শাহ , রাহাত্তারপুল সমাজ কল্যাণ পরিষদের আহবায়ক মোঃ হারুন সওদাগর, মানবাধিকার কর্মী ও সমাজসেবক সোহেল সিকদার।
বক্তব্য রাখেন মহল্লা কমিটির যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম জাহিদ, অর্থ সম্পাদক সাইদুল ইসলাম,সমাজ কল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক আমিনুল হক, সহ-অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম , তথ্য ও প্রচার সম্পাদক আমিনুল হক, সাবেক সহ-সভাপতি মৌলভী মোঃ ইলিয়াছ, সাবেক যুগ্ন সম্পাদক সরফরাজ নেওয়াজ, ছালে আহম্মদ, মোঃ নাছির, নুরুল আমিন, মহল্লা কমিটির কার্যকরী সদস্য আবছার উদ্দিন, মোরশেদুল আলম প্রমূখ।
পরিবার , সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখায় মহল্লার ১৭জন কৃতি সন্তানকে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত হলেন-বিশিষ্ট ক্যালিওগ্রাফি প্রশিক্ষক সিকান্দার মেহেদি, বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট আবদুল করিম, সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ -এর গণিত বিভাগের প্রভাষক আনিসুর রহমান, এনায়েত বাজার মহিলা কলেজের রসায়নের শিক্ষক সাজ্জাদ আহমেদ, আইটি বিশেষজ্ঞ সফটওয়্যার ইন্জিনিয়ার ইসমাইল আজিম, ক্লাউড নেটওয়ার্ক বিশেষজ্ঞ ইন্জিনিয়ার খোরশেদুল আলম, ব্যাংকার হোসেন মোর্শেদ রনি, আবু সাঈদ রনি ,এডভোকেট মোমিনুল হক, এডভোকেট ইফতেখার উদ্দিন, এডভোকেট নুর মোহাম্মদ জিতু, এডভোকেট হাসান রাজা, হাফেজ ইরফানুল হক, অডিট এক্সিকিউটিভ আমিনুল ইসলাম জাহিদ ও সাইদুল ইসলাম ।
অনুষ্ঠানে আলহাজ্ব ইউনুচ চেয়ারমযান ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতায় মহল্লার ১০০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মোঃ ফজলুল কাদের চৌধুরী বলেন, নিরক্ষরমুক্ত সমাজ গঠনে ঘাসিয়ার পাড়া মহল্লা কমিটি অনন্য অবদান রাখছে। এছাড়াও তিনি আলোকিত সমাজ গঠনে আলোকিত ও নৈতিকতা সম্পন্ন মানুষ গড়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।