প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:০৭:৩৫ প্রিন্ট সংস্করণ
মোঃ শহিদুল ইসলাম শহীদঃ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সালকে বরণ অনুষ্ঠানে ফুল দিয়ে বরণ করে নিলেন থানচি উপজেলাবাসী ।
২৪ ফেব্রুয়ারি ২০২৫ সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান মুরাদ, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, থানচি থানার অফিসার ইনচার্জ মোঃ নাছির উদ্দিন মজুমদার, পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক মোঃ জমির উদ্দিন।
এতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানচি বাজার ব্যবসায়ীবৃন্দ।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মরত দ্বায়িত্বশীলগন নিজ নিজ পরিচয় ও প্রাতিষ্ঠানিক কাজের বিষয়ে মতামত তুলে ধরেন।
এসময় জনা সাধারণের অংশ গ্রহণে,সাংবাদিকগন,বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত দায়িত্বশীল,জনপ্রতিনিধি ও কারবারি,ব্যবসায়ী নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে।