• শিক্ষাঙ্গন

    এশিয়ান আবাসিক স্কুলে অমর একুশ স্মরণে নানা আয়োজন

      প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:০৭:১৩ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: বন্দরনগরী চট্টগ্রামের নিউ চান্দগাঁও আবাসিক এলাকায় অবস্থিত এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে নানা কর্মসূচি আয়োজন করেছে।

    ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন, চিত্রাঙ্কন ও হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করেছে। এসম্পর্কে প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ বলেন,দেয়ালিকার মাধ্যমে নবীণদের সাহিত্য বা সৃজনশীল লেখা প্রকাশ করা হয়ে থাকে।

    এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের চারপাশের পরিবেশ, প্রতিবেশ, মনোজগৎতের ক্রিয়া-প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশ ঘটানোর সুযোগ পায়। তিনি আরো বলেন,শিক্ষার্থীরা অমর একুশে ফেব্রুয়ারির গুরুত্ব যাতে বুঝতে পারে সেজন্য আমরা নানা আয়োজনের মাধ্যমে সৃজনশীল মেধা বিকাশের সুযোগ করে দিয়েছি।

     

    0Shares

    আরও খবর 31

    Sponsered content