প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:৪৮:৪৭ প্রিন্ট সংস্করণ
আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা ৬ষ্ঠ বারের মতো শাহ বাড়ী ক্রিকেট একাদশ কর্তৃক আয়োজিত এনএবি টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক শাহ্ বাড়ির মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি ছিলেন দৈনিক আমাদের চট্টগ্রাম পত্রিকার সম্পাদক মিজানুর রহমান চৌধুরী।
আনোয়ারা উপজেলা ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক হুমায়ুন কবির শাহ্ সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন,মাইটিভি’র চট্টগ্রাম ব্যুরো প্রধান নুরুল কবির, আনোয়ারা ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা সম্পাদক সাংবাদিক মুনীর চৌধুরী,এম.মোসলেম উদ্দিন শাহ, আবদুল মান্নান,মো.নুরুল হক শাহ,মোহাম্মদ ইব্রাহিম,জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
খেলায় চাতরী সিএফসি ক্রিকেট একাদশকে ০৮ উইকেটে পরাজিত করে গুয়াপঞ্চক ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে ৩২ টি দল অংশগ্রহণ করে।