• উত্তর চট্টগ্রাম

    ফটিকছড়িতে শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

      প্রতিনিধি ২১ ফেব্রুয়ারি ২০২৫ , ৯:৫৯:৪৭ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক ২১ ফেব্রুয়ারী শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত কাল রাত ১২টা ১মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

    পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী। পরে উপজেলা পরিষদের সকাল কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাকে সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ এবং প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ওফটিকছড়ি পৌরসভার প্রশাসক হিসাবে আবারও মোঃ মোজাম্মেল হক চৌধুরী পুষ্পস্তবক অর্পণ করেন।

    ১০ টায় শহীদ শফিকু নুর মওলা মিলায়তনে আলোচনা সভা উপজেল নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান সহকারি নির্বাচন কর্মকর্ত রাজিব ঘোষ,সমাজসেবা কর্মকর্তা বাবু রাজিব আচার্য, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আরেফিন আজিম,পল্লী বিদ্যুৎ সমিতির ডি জি এম আব্দুস ছালাম, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ, ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম,ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুরুল আলম, ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ আবুল কালাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারগণ,বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। সকালে,সূর্যদোয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তলন, প্রভাতফেরী চিত্রাঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে মধ্যে দিয়ে সমাপ্তি হয়।

    0Shares

    আরও খবর 27

    Sponsered content