• জাতীয়

    ২০১৮ সালের নির্বাচনে দায়িত্বে থাকা ৩৩ সাবেক ডিসিকে ওএসডি

      প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:১২:৩৪ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক: যুগ্ম সচিব ও সমপর্যায়ের পদে থাকা প্রশাসনের ৩৩ জন কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

    বুধবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক ছয়টি প্রজ্ঞাপন জারি করে।

    পাঁচটির প্রতিটিতে ছয়জন করে এবং আরেকটিতে তিনজনকে ওএসডি করা হয়।

    এই ৩৩ কর্মকর্তা ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে রির্টানিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। তাদের ওএসডি করার কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রতি প্রজ্ঞাপনেই বলা হয়েছে।

    ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা ১২ কর্মকর্তা এর আগে ওএসডি হয়েছিলেন।

    বাংলাদেশে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। তবে ওই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন ও বিতর্ক রয়েছে।

    0Shares

    আরও খবর 17

    Sponsered content