• দক্ষিণ চট্টগ্রাম

    পটিয়ায় ছাত্র-জনতার মিছিলে হামলাকারী গ্রেপ্তার

      প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:০৪:৪৫ প্রিন্ট সংস্করণ

    0Shares

    পটিয়া প্রতিনিধি: পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী সাখাওয়াত হোসেন সাগরকে (২৪) গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। সাখাওয়াত হোসেন সাগর পটিয়া পৌরসভার বাহুলী এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে।

    সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে পটিয়া পৌর সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর।

    তিনি বলেন, গত বছরের ৪ আগস্ট পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সশস্ত্র হামলা ও নির্বিচারে গুলি চালায়।

    ওই হামলায় অর্ধশতাধিক ছাত্র আহত এবং গুলিবিদ্ধ হন। এ ঘটনায় আহত এক ছাত্র পটিয়া থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

    মামলাটি গত ছয়মাস ধরে তদন্তকালে ঘটনাস্থলের বিভিন্ন ভিডিও ফুটেজ ও বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় পাওয়া ফুটেজ পর্যালোচনা করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সাগর এ ঘটনায় জড়িত থাকার বিষয়টি শনাক্ত করা হয়। পরে সোমবার (১৭ ফেব্রুয়ারি) তাকে গ্রেপ্তার করা হয়।

    0Shares

    আরও খবর 28

    Sponsered content