• উত্তর চট্টগ্রাম

    সুয়াবিল হযরত সৈয়দ ওয়াইছ উদ্দিন শাহ রহঃ ওরশ সম্পন্ন

      প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:২৪:৩০ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা নাজিরহাট পৌরসভার ২নং ওয়ার্ড পূর্ব সুয়াবিল সৈয়দ পাড়া উপমহাদেশের ইসলাম প্রচারের যাদের অবদান রয়েছে তমধ্যে হযরত সৈয়দ ওয়াইছ উদ্দিন শাহ রহঃ অন্যতম।

    ১৬১৬ খৃষ্টাব্দে তিনি এই অঞ্চলে বসতি স্থাপন করে ইসলামের প্রচার প্রসার ঘটিয়ে ৮০ বছর আয়সে রফিকে আলার ডাকে সারা দিয়ে চলে যান।এক সময় ওয়াইছ উদ্দিন শাহ রহঃ বার্ষিক জেয়াফত করা হত,পরবর্তীতে কয়েক বছর যাবত ওরশ অনুষ্ঠিত হচ্ছে।

    এলাকার প্রবীণ বক্তি সৈয়দ মুহাম্মদ দিদারুল আলম, সৈয়দ মুহাম্মদ সোলাইমান, সৈয়দ মুহাম্মদ রফিকসহ কয়েকজন স্হানীয় বক্তিবর্গের সাথে আলাপ করে জানা যায় ওনার সাথে আরো ৩জন হযরত আফি উদ্দিন শাহ রহঃ, হযরত নুর উদ্দিন শাহ রহঃ, হযরত নজমুদ্দিন শাহ রহঃ তাঁর সহচর হিসাবে ইসলাম প্রচারে এই এলাকায় বসতিস্হাপন করে।

    ১৩ ফেব্রুয়ারী (৩০ মাঘ) তাঁর ওরশ শরিফ পালিত হয়।

    এই সময় ডাঃ সৈয়দুল আলম কোরাইশী,কাজী মাওলানা সৈয়দ মুহাম্মদ নিজাম উদ্দিন, মাওলানা মুহাম্মদ রমজান আলী চৌধুরী,শাহজাদা মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ আলহাদী,সৈয়দ মুহাম্মদ খোরশেদ আলম, সৈয়দ মুহাম্মদ তৌহিদুল আলম, সৈয়দ মুহাম্মদ সেলিম, মাওলানা সৈয়দ মুহাম্মদ আলমগীর, সৈয়দ মুহাম্মদ মামুন, সৈয়দ মুহাম্মদ আব্দুল লতিফ চাটগামী,মাওলানা মুজিবুল হক,মাওলানা সৈয়দ আবু নুর,হাফেজ মাওলানা মুহাম্মদ আমান উল্লাহ, মাওলানা মুহাম্মদ আব্দুল হামিদ, মাওলানা মুহাম্মদ হাসান, মাওলানা মুহাম্মদ সরোয়ার, প্রফেসার ছালেহ আহমদ,মুহাম্মদ জয়নাল আবেদীন জুলু, সাংবাদিক নুরুল আবছার নূরী প্রমুখ উপস্থিত ছিলেন।

    0Shares

    আরও খবর 27

    Sponsered content