• মহানগর

    আমিন জুট মিলে পলিথিনের বিকল্প ব্যাগ তৈরি সম্ভব: মেয়র শাহাদাত

      প্রতিনিধি ১৪ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:৪৭:২৫ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: রাষ্ট্রায়ত্ত আমিন জুট মিলস পুনরায় চালু করা হলে পলিথিনের বিকল্প হিসেবে ব্যাগ তৈরি করা সম্ভব হবে উল্লেখ করে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পাটজাত ব্যাগ পরিবেশবান্ধব ও অপচনশীল পলিথিনের ব্যবহার কমাতে সহায়ক হবে।

    শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) নগরের ষোলশহরের আমিন জুট মিলসের বন্ধ কারখানা পরিদর্শনকালে মেয়র এ আশাবাদ ব্যক্ত করেন।

    মেয়র জানান, আমিন জুট মিলস লিমিটেড চট্টগ্রাম জেলায় অবস্থিত একটি ভারী শিল্প প্রতিষ্ঠান। এটি রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পাটকল করপোরেশনের অধীনে ২৬টি মিলের মধ্যে চট্টগ্রাম অঞ্চলের ১০টি প্রতিষ্ঠানের অন্যতম প্রধান পাটকল।

    পাটকলে পৌঁছালে মেয়রকে ফুল দিয়ে স্বাগত জানান আমিন জুট মিলসের প্রকল্প প্রধান এএইচএম কামরুল হাসান, নিরাপত্তা বিভাগীয় প্রধান আবদুল্লা আল মামুন ভূঁইয়া এবং শ্রম বিভাগীয় প্রধান মীর্জা কাইয়ুম।

    এ সময় উপস্থিত ছিলেন জিয়াউর রহমান জিয়া ,ফখরুল ইসলাম শাহীন, আকবর হোসেন মানিক, মো. আবদুল আউয়াল প্রমুখ।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content