• জাতীয়

    সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান গ্রেপ্তার

      প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২৫ , ১১:১৪:৪১ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী ডেস্ক: রংপুরে থেকে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রংপুরের সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলির একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন খবরের ভিত্তিতে পুলিশ জানতে পারে তিনি রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকায় একটি বাড়িতে অবস্থান করছেন। পরে পুলিশ ওই বাড়িটি ঘিরে রাখে। পরে তাকে গ্রেপ্তার করে।

    এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী।

    গ্রেপ্তার সাবেক মন্ত্রী নুরুজ্জামান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনি লালমনিরহাট-২ আসনের একাধিকবার সংসদ সদস্য ছিলেন।

    0Shares