• উত্তর চট্টগ্রাম

    সাংবাদিক অলিউল্লাকে হত্যার হুমকি: থানায় জিডি

      প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২৫ , ৯:০৮:০৭ প্রিন্ট সংস্করণ

    0Shares

    নুরুল আবছার নূরী : গত ২৬ জানুয়ারী অনুমানিক সকাল ১১ ঘটিকার সময়, ভুজপুর থানার ৫নং হরুয়ালছড়ি ইউনিয়নপর ১ নং ওয়ার্ড ফটিকছড়ি খাল এলাকায়, জরুরী কাজে যাওয়ার সময় “জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন” পত্রিকার চট্টগ্রাম উত্তর জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ অলিউল্লাহ খাল থেকে কিছু লোক অবৈধ ভাবে বালু উত্তোলন করতে দেখলে তিনি কয়েকটা ছবি এবং ভিডিও ফুটেজ নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওয়ানাকালে বালু খেকো ইদ্রিস বাবুর্চী, পিতা -জানি আলম, মাতা- লালিয়া খাতুন,
    নামে এক ব্যক্তি ফোন করে তাকে আন্দার মানিকে আসতে বলেন।

    সেখানে যাওয়ার সাথে সাথে তাকে দেখে অকথ্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং তার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মোবাইল নিতে না পেরে, তাকে গুলি করে মেরে ফেলার হুমকি প্রদান করে ।

    অবস্থা বুঝতে পেরে একজন সাংবাদিক এবং সচেতন নাগরিক হিসাবে ঘটনাস্থল ত্যাগ করে পার্শ্ববর্তী ভূজপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

    0Shares

    আরও খবর 27

    Sponsered content