• মহানগর

    সাংবাদিক সন্তানদের বৃত্তি দিলো সাংবাদিক কল্যাণ ট্রাস্ট

      প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৫ , ১০:৪০:২৮ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: প্রথমবারের মতো সাংবাদিক সন্তানদের বৃত্তি দিলো বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে এক অনুষ্ঠানে বৃত্তির চেক হস্তান্তর করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গণমাধ্যম সংস্কার কমিটির সদস্য সৈয়দ আবদাল আহমদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ।

    চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিক ওসমান গনি মনসুর, জাহিদুল করিম কচি, মুস্তাফা নঈম প্রমুখ বক্তব্য দেন।

    এতে চট্টগ্রাম অঞ্চলে কর্মরত বিপুল সংখ্যক সাংবাদিক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে ২৫জন শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেন মাহবুবা ফারজানা।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content