• উত্তর চট্টগ্রাম

    দরবারে কামালিয়ার বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন

      প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৫ , ১০:১৯:৩৩ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: মহান অলিয়ে কামেল হযরত শাহসূফী মাওলানা ছৈয়দ কামাল শাহ (রহ.)-এর বার্ষিক ওরশ শরীফ গতকাল রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মইশকরম গ্রামের দরবারে কামালিয়া শরীফে দিনরাত ব্যাপী বিভিন্ন কর্মসূচী পালনের দ্বারা মহাসমারোহে পীরে ত্বরীকত, বিশিষ্ট গ্রন্থকার শাহসূফি ছৈয়দ সিদ্দিক রেজা (ম: জি: আ:) এর ছদারতে অনুষ্ঠিত হয়।

    উক্ত ওরশ শরীফের অন্যতম কর্মসূচি ছিল শাহসূফি ছৈয়দ সিদ্দিক রেজা (ম: জি: আ:) এর রচিত তাওবাতুন নাসুহা
    নামক গ্রন্থের মোড়ক উম্মোচন। ওরশ শরীফে বয়ান করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার প্রধান মুফাসসির আল্লামা কাজী ছালেকুর রহমান আল কাদেরী, শাহজাদা সৈয়দ মাওলানা মাসূম কামাল আল আজহারী, শাহজাদা সৈয়দ মোহাম্মদ মোরশেদ কামাল, শাহজাদা ডা: সৈয়দ মোহাম্মদ জাহেদ কামাল, সৈয়দ মোহাম্মদ ইলহাম রেজা,মাওলানা আবু আহমেদ আল আজহারী, মাওলানা হাফেজ সৈয়দ মুহাম্মদ ইসমাইল, মাওলানা হাফেজ নঈম উদ্দিন, মুহাম্মদ শাহরিয়ার চৌধুরী, ইন্জিনিয়ার মুহাম্মদ শহীদুল আলম, মরমী শিল্পী হান্নান হোসাইনি, মাওলানা হাফেজ মুহাম্মদ শরীফ,তানভীর মিরাজ প্রমুখ।

    ওরশ শরীফের কর্মসূচিতে আরো ছিল খতমে কোরআন, খতমে খাজেগান, গোসল শরীফ, মিলাদ মাহফিল, ছেমা মাহফিল, আখেরী মোনাজাত ও তবারক বিতরণ।

    0Shares

    আরও খবর 27

    Sponsered content