প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২৫ , ১১:০৯:৫৮ প্রিন্ট সংস্করণ
নুরুল আবছার নূরী : ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ড বারিয়া শফিকুল মুনির যুব কমিটি বাংলাদেশ কামরাঙ্গা পাড়া শাখার উদ্দ্যেগে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহু ও খাজা গরীবে নেওয়াজ রহঃ ওরশ শরিফ উপলক্ষে ১৪ তম আজিমুশশান ওয়াজ মাহফিল ছালেহ শাহ বোরহান উদ্দিন রহঃ জামে মসজিদ প্রঙ্গনে হাটহাজারী মির্জাপুর গাউছিয়া বাকেরিয়া সুন্নিয়া মহিলা দাখিল মাদ্রাসা সিনিয়র শিক্ষক হাফেজ কারী মাওলানা মুহাম্মদ ইউনুচ মিয়া শফিকী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে মেহমান আলা হিসাবে উপস্থিত ছিলেন শফিকীয়া দরবার শরীফের সাজ্জাদনশীন রহনুমায়ে শরিয়ত ও তরিকত হাদিয়ে দ্বীনোমিল্লাত মুর্শেদ বরহক হযরতুলহাজ্ব আল্লামা শাহ ছুফি চৌধুরী মুহাম্মদ শফিকুল ইসলাম মুনিরী মাঃজিঃআঃ, বিশেষ মেহমান ছিলেন শফিকীয়া দরবার শরীফের বড় শাহজাদা ও মুনিরুল উলম বারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ পীরে তরিকত হযরতুলহাজ্ব হাফেজ কারী মাওলানা মুহাম্মদ ফখরু উদ্দিন কাদের চৌধুরী।
উদ্বোধক ছিলেন শফিকীয়া দরবার শরীফের মেজ শাহজাদা ও বারিয়া শফিকুল মুনির যুব কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ ছালাহ উদ্দিন কাদের চৌধুরী, প্রধান বক্তা ছিলেন উত্তর হালিশহর মাদানি জামে মসজিদের খতিব অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু ছাদেক রেজভী, কামরাঙ্গা পাড়া সমাজ প্রতিনিধি মুহাম্মদ আবু তৈয়ব, বিশেষ বক্তা ছিলেন ছালেহ শাহ বোরহান উদ্দিন রহঃ জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ সেলিম উদ্দিন শফিকী, চট্টগ্রাম ছোবহানীয়া আলিয়া কামিল এম এ মাদ্রাসা মুহাদ্দিস ও বায়তুল মুনির জামে মসজিদ খতিব মাওলানা মুহাম্মদ মুনির উদ্দিন।
বারিয়া শফিকুল মুনির যুব কমিটি বাংলাদেশ কামরাঙ্গা পাড়া শাখার সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ আনোয়ার হোসেন রনির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনজুমানে বারিয়া মুনিরীয়া আহমদিয়া বাংলাদেশ কেন্দ্রীয় মহাসচিব আলহাজ্ব মাওলানা হাবিব আহমদ মুনিরী, যুগ্ম মহাসচিব মাস্টার মুহাম্মদ আব্দুল মান্নান, যুগ্ম মহাসচিব মাস্টার মুহাম্মদ আমান উল্লাহ, ফটিকছড়ি জামে উল ফাজিল মাদ্রাসা শিক্ষক কারী মাওলানা মুহাম্মদ মহি উদ্দিন মুনিরী, মুনিরুল উলম বারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা মুহাম্মদ রাশেদুল আলম শফিকী, ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আলহাজ্ব মুহাম্মদ বোরহান উদ্দিন শামসী,মাওলানা মুহাম্মদ ইসহাক, মাওলানা মীর মুহাম্মদ মহি উদ্দিন ফয়েজী কাউছার, মাওলানা মুহাম্মদ আরফাতুল আমল হাসান, মাস্টার মুহাম্মদ ফোরকান, মুহাম্মদ মাসুদ সাংবাদিক নুরুল আবছার নূরী প্রাবাসী আবদুল মান্নান বারিয়া শফিকুল মুনির যুব কমিটি বাংলাদেশ কামরাঙ্গা পাড়া শাখার সভাপতি মুহাম্মদ ফিরুজ আলম, অর্থ সম্পাদক মুহাম্মদ মাহবুবুল আলম প্রমুখ মাহফিলের শেষে দেশ জাতি ও মুসলিম বিশ্বের শান্তি কামনা করে মুনাজাত করেন শফিকীয়া দরবার শরীফের বড় শাহজাদা ও মুনিরুল উলম বারিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ পীরে তরিকত আলহাজ্ব হাফেজ কারী মাওলানা মুহাম্মদ ফখরু উদ্দিন কাদের চৌধুরী মাঃজিঃআঃ।