• মহানগর

    তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার আহ্বান আইসিটি সচিবের

      প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২৫ , ১১:১২:০৯ প্রিন্ট সংস্করণ

    0Shares

    চট্টবাণী: ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী বলেছেন, উদ্ভাবন ও উদ্যোগকে একত্রিত করে আমাদের এগিয়ে যেতে হবে। কেউ যদি মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করে চাকরি শুরু করে তাহলে শুধু সে একজনই প্রতিষ্ঠিত হবে।

    কিন্তু যখন সে উদ্যোক্তা হয়ে কোন একটা প্রতিষ্ঠান দাঁড় করাবে সেখানে আরো ২০ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে। তাই তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান সৃষ্টির জন্য এগিয়ে আসতে হবে।

    শনিবার (১৮ জানুয়ারি) নগরের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং চিটাগং আইটি প্রফেশনাল (এসসিআইটিপি)’র যৌথ আয়োজনে ৬ষ্ঠ চট্টগ্রাম আইটি ফেয়ার-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    সচিব বলেন, আমাদের দেশে সম্ভাবনার অভাব নেই। এখানে একাডেমি থেকে শুরু করে ইন্ডাস্ট্রি, স্টার্টআপ, আইটি ইনকিউবেটর, ফ্রিল্যান্স সেক্টর সবই রেডি। এসব খাতকে কাজে লাগাতে হবে। ফ্রি-ল্যান্স করে যারা আয় করে তাদের আয়কে আরো নিরাপদ এবং সহজলভ্য করতে অন্তর্বর্তীকালীন সরকার পেপালের মতো আন্তর্জাতিক সংস্থাকে এদেশে আনার উদ্যোগ নিয়েছে। এর ফলে তরুণ সমাজ চতুর্থ শিল্প বিপ্লবে আইসিটি ব্যবহারের মাধ্যমে উদ্ভাবনী কাজে আরো বেশি উৎসাহিত হবে।

    তিনি আরো বলেন, একটা দেশের অর্থনীতির চাকা সচল রাখে ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রির মধ্যে প্রাইভেট সেক্টরগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেশে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে। এসব মেধাবী শিক্ষার্থীদের প্রাইভেট সেক্টরে কাজ করতে হবে। মেধাবীদের সেক্টরভিত্তিক কাজে আরো দক্ষ করে গড়ে তোলার জন্য আইসিটি ডিভিশন নানা প্রকল্প হাতে নিয়েছে। আইসিটি ইন্ডাস্ট্রিতে দক্ষ শিক্ষার্থীদের কাজ করার মাধ্যমে দেশের অর্থনীতিকে আরো সমৃদ্ধশালী করা যাবে।

    অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম চেম্বার অব কমার্সের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা’র সভাপতিত্বে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, তথ্য ও প্রযুক্তি বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক বক্তৃতা করেন।

    এ আইটি ফেয়ার চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। মেলায় ভারত চীন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যভিত্তিক আইটি ও সল্যুশন বেইজড প্রতিষ্ঠান মিলে দেশী-বিদেশী প্রায় ৪০টি প্রতিষ্ঠানের ৬০টির মতো স্টল স্থান পেয়েছে।

    0Shares

    আরও খবর 25

    Sponsered content